বউ রেখে আরেক নারীর সঙ্গে প্রেম করেন কেন? | Daily Chandni Bazar বউ রেখে আরেক নারীর সঙ্গে প্রেম করেন কেন? | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ ২৩:৩৮
বউ রেখে আরেক নারীর সঙ্গে প্রেম করেন কেন?
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

বউ রেখে আরেক নারীর সঙ্গে প্রেম করেন কেন?

আদালতে অভিযুক্ত কনস্টেবল সাফিউর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল সাফিউর রহমান (৩০) নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর মিল ব্যারাক পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুলফিকার আলী শনিবার (২৩ আগস্ট) ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

আদালতে সাফিউর দাবি করেন, তার সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি তাকে বিয়ে করবেন। তবে আদালত তাকে জিজ্ঞেস করলে তিনি জানান, এক বছর আগে গ্রামের বাড়িতে ইতোমধ্যে বিয়ে করেছেন। এ সময় আদালত তাকে প্রশ্ন করেন, “বউ রেখে আরেক নারীর সঙ্গে প্রেম করেন কেন?” জবাবে সাফিউর বলেন, “ইসলামী শরিয়াহ মোতাবেক তাকে বিয়ে করবেন।”

আদালত সাফিউরকে মামলার ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ দেন। পরে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ আগস্ট রাত আড়াইটা থেকে চারটার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভবনের দ্বিতীয় তলার নারী ব্যারাকে বিবাহের প্রলোভন দেখিয়ে ওই নারী কনস্টেবলকে ধর্ষণ করেন সাফিউর। এছাড়া গত পাঁচ মাস ধরে সপ্তাহে দুবার করে তাকে ধর্ষণ ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগও তোলা হয়েছে।