৮২৮ ফ্যান ফেস্টিভালে ১০০০০ এমএএইচ ব্যাটারি উন্মোচন করবে রিয়েলমি | Daily Chandni Bazar ৮২৮ ফ্যান ফেস্টিভালে ১০০০০ এমএএইচ ব্যাটারি উন্মোচন করবে রিয়েলমি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০০:০২
৮২৮ ফ্যান ফেস্টিভালে ১০০০০ এমএএইচ ব্যাটারি উন্মোচন করবে রিয়েলমি
খবর বিজ্ঞপ্তিঃ

৮২৮ ফ্যান ফেস্টিভালে ১০০০০ এমএএইচ ব্যাটারি উন্মোচন করবে রিয়েলমি

 

তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের বার্ষিক ৮২৮ ফ্যান ফেস্টিভাল উপলক্ষে নিয়ে আসছে যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তি। আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় এ উৎসবে প্রতিষ্ঠানটি উন্মোচন করবে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার হাই-ডেনসিটি ব্যাটারি

রিয়েলমির দাবি, শতভাগ ফুল-সিলিকন অ্যানোড প্রযুক্তি সমৃদ্ধ এই ব্যাটারি স্মার্টফোন ইতিহাসে প্রথমবারের মতো ১২০০ ওয়াট-আওয়ারস পার লিটার (Wh/L) এনার্জি ডেনসিটি অর্জন করবে। ফলে স্লিম ও স্মার্ট ডিজাইনের ফোনেও ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ গেমিং, কনটেন্ট ক্রিয়েশন কিংবা ভ্রমণের সময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে পারবেন।

রিয়েলমি ব্যাটারি প্রযুক্তিতে এর আগেও বেশ কিছু মাইলফলক অর্জন করেছে। ২০২৪ সালে তারা উন্মোচন করে ৩২০ ওয়াটের সুপারসনিক চার্জিং সিস্টেম, যা মাত্র সাড়ে ৪ মিনিটে ৪৪২০ এমএএইচ ব্যাটারি শতভাগ চার্জ করতে সক্ষম। এ বছরের শুরুতে বাজারে আসে রিয়েলমি জিটি ৭, যেখানে যুক্ত করা হয়েছিল বিশ্বের প্রথম ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং। এছাড়া তিন মাস আগে তারা ৮৮৭ Wh/L সক্ষমতার ১০০০০ এমএএইচ কনসেপ্ট ফোন প্রদর্শন করে।

রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের ফ্যান ফেস্টিভালে শুধু ব্যাটারি নয়, আরও একটি যুগান্তকারী প্রযুক্তি উন্মোচন করা হবে। যদিও এর বিস্তারিত এখনো জানানো হয়নি।

প্রতিষ্ঠানটির ভাষ্য, তরুণ প্রজন্মের প্রয়োজন মেটাতে তারা ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন নিয়ে আসছে।

রিয়েলমির ৮২৮ ফ্যান ফেস্টিভাল সম্পর্কিত সর্বশেষ তথ্য জানতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।