জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা | Daily Chandni Bazar জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ ০০:৪১
জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাটঃ

জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষ্যে আজ সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে র্যালী বের করা হয় র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক ও সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক্স ডা. ইউসুফ আলী, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক জাকারিয়া হোসেন, জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায় জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি মোঃমাসরেকুল আলম। 
 
সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ যথাযথভাবে পালন ও শিশুদের মাতৃদুগ্ধের গুনাগুন বিশ্লেষণপূর্বক শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেয়া হয়।