বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সৈয়দপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাত ৯টায় শহরের শহীদ ডাঃ জিকরুল সড়কে অবস্থিত সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে রাজনৈতিক জেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, এবং সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন সভার সঞ্চালনা করেন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সহসভাপতি এডভোকেট এসএম ওবায়দুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, সৈয়দপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি কেবল উদযাপন নয়, বরং সকল সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা বৃদ্ধি এবং ঐতিহাসিক সমাগম ঘটানোর সুযোগ হবে। এই লক্ষ্য অর্জনের জন্য নেতা-কর্মীরা সকল প্রস্তুতি কার্যক্রমে অংশ নিচ্ছেন।