বগুড়ায় ৫০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ৫০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ ০৩:০৬
বগুড়ায় ৫০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ৫০০পিস  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

‎বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।


‎সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির এর সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিঃ) শামিনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) আহসানুল ইসলাম, এএসআই (নিঃ) মিথুন রহমান, এএসআই (নিঃ) রাজ মাহমুদ ও কনস্টেবল ইব্রাহিম আলী সমন্বয়ে টিম এ অভিযান পরিচালনা করে।

‎অভিযান চলাকালে বগুড়া সদর পৌরসভার উপশহর বাজারস্থ আকবরিয়া কনফেকশনারীর সামনে বারপুরগামী পাকা রাস্তা থেকে রঞ্জু মিয়া (৩৫) আব্দুল কাদের প্রামানিক, মাতা-আজুয়ারা বেগম, সাং-কদিমপাড়া, ইউনিয়ন-শাখারিয়া, ওয়ার্ড নং-০৫, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণে নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামী বর্তমানে থানায় আটক রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎পুলিশ আরো জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।