শিবগঞ্জে বিএনপির অনন্য গণসংযোগ কর্মসূচি, নেতৃত্বে মীর শাহ আলম | Daily Chandni Bazar শিবগঞ্জে বিএনপির অনন্য গণসংযোগ কর্মসূচি, নেতৃত্বে মীর শাহ আলম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ ১২:৫৬
শিবগঞ্জে বিএনপির অনন্য গণসংযোগ কর্মসূচি, নেতৃত্বে মীর শাহ আলম
নিজস্ব প্রতিবেদক

শিবগঞ্জে বিএনপির অনন্য গণসংযোগ কর্মসূচি, নেতৃত্বে মীর শাহ আলম

বগুড়ার শিবগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম এবং দলের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু হয়েছে এক অনন্য গণসংযোগ কর্মসূচি। উপজেলার প্রায় ১ লাখ ১৫ হাজার বাড়ি এ কর্মসূচির আওতায় আসবে বলে জানা গেছে।

 

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহ্ আলমের নির্দেশনায় শনিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে তিন দিনব্যাপী। এতে অংশ নিচ্ছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

 

কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি বাড়িতে নেতাকর্মীরা স্বশরীরে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছেন, একইসঙ্গে বিএনপির ৩১ দফার বার্তা তুলে ধরছেন। এছাড়া প্রতিটি ঘরে দলের প্রতীক ধানের শীষের পক্ষে স্টিকারও লাগানো হচ্ছে।

 

শনিবার প্রথম দিনেই উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। স্থানীয় নেতারা জানান, এ গণসংযোগ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

পিরব ইউনিয়নের কর্মসূচিতে উপস্থিত ছিলেন—শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল-রাহী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন মিশু, ইউনিয়ন যুবদলের সভাপতি আ. খালেক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি আলমগীর হোসেন, মহিলা দলের নেত্রী ঝর্না প্রমুখ।