‎বগুড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত | Daily Chandni Bazar ‎বগুড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০৪
‎বগুড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

‎বগুড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়া শহরের ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ি সরকারপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

 

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাহিদুল সরকার। প্রধান অতিথি ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। খেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক ভিপি ও জিএস নিহার সুলতানা তিথি।

 

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভিপি ও জিএস রাশেদুজ্জাম্মান মাসুম, বাদল সরকার, রেজা, মহিলা কাউন্সিলর সুবর্ণা আক্তার মুক্তি, আশরাফুল ইসলাম সঞ্চয়, জেলা মহিলা দলের নেত্রী কামরুন নাহার ও যুবনেতা রবিন।

 

‎এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।