বগুড়ায় ঝরনা ইন্টেরিয়র ডিজাইন শাখার উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়ায় ঝরনা ইন্টেরিয়র ডিজাইন শাখার উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১৫
বগুড়ায় ঝরনা ইন্টেরিয়র ডিজাইন শাখার উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ায় ঝরনা ইন্টেরিয়র 
ডিজাইন শাখার উদ্বোধন

বগুড়ায় ঝরনা ইন্টেরিয়র ডিজাইন শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলা নূর মসজিদের পাশে এ শাখার কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ব্যাডস-এর নির্বাহী পরিচালক ড. আক্তারুজ্জামান মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং টেনস এগ্রো লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান পাঠান এবং অধ্যক্ষ ফজলুল হক। এ ছাড়া অনুষ্ঠানে হাসানুজ্জামান (রতন), আতাউর রহমান সরকার, ব্যাডস নার্সিং ইনস্টিটিউটের পরিচালক নুর আলম সরকার এবং ইঞ্জিনিয়ার রোকানুজ্জামান রিপন, আব্দুল হালিম জুয়েল, আবু সাঈদ, আতিক সুমাইয়া, রিজভি ও ঝরনা ইন্টেরিয়র ডিজাইন-এর ইঞ্জিনিয়ারবৃন্দসহ অনেকে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া এক্সপ্রেস নিউজ-এর ব্যবস্থাপনা সম্পাদক আপেল মাহমুদ। সভাপতিত্ব করেন ঝরনা ইন্টেরিয়র ডিজাইন-এর সিইও মো. তাজমিলুর রহমান। বক্তব্যে মো. তাজমিলুর রহমান বলেন, বগুড়ায় আমাদের শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য মানসম্পন্ন আর্কিটেকচারাল ও ইন্টেরিয়র ডিজাইন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা শুধু ব্যবসা নয়, এই অঞ্চলের উন্নয়নেও ভূমিকা রাখতে চাই।