
আজ মঙ্গলবার দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রকাশক মোঃ সাবু ইসলামের জন্মদিন। এ উপলক্ষে চাঁদনী বাজার পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও পাঠক সমাজের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা ও গণমাধ্যমের মাধ্যমে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। পাঠকবান্ধব এই দৈনিকের সাফল্যের পেছনে তাঁর নিরলস প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা বিশেষভাবে প্রশংসিত।
চাঁদনী বাজার পরিবারের সদস্যরা বলেন, “প্রকাশক মোঃ সাবু ইসলাম আমাদের অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে চাঁদনী বাজার আজ পাঠকের আস্থা অর্জন করেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল জীবন কামনা করি।”
পাঠক ও শুভানুধ্যায়ীরাও জানিয়েছেন, এই দিনে তাঁরা প্রকাশক মোঃ সাবু ইসলামের জন্য দোয়া ও শুভকামনা করেন।