আশ শিফা মডেল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar আশ শিফা মডেল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৩
আশ শিফা মডেল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
উপজেলা সংবাদদাতা, সাদুল্লাপুর, গাইবান্ধা

আশ শিফা মডেল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়ায় আশ শিফা মডেল মাদরাসায় পবিত্র সিরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রিন্সিপাল মুফতি মাওলানা শাফিউজ্জামান সুমন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জাহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ শামস উদ্দিন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও আনোয়ার হোসাইন।
 
বক্তারা তাদের আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের মহান আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর নৈতিক শিক্ষা বাস্তব জীবনে ধারণ করলেই সমাজে শান্তি ও মানবতার কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবার জীবনে রাসূল (সা.)-এর আদর্শই হবে সত্যিকার দিশারী।