বগুড়ায় হরিজন কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদক উদ্ধার, দুইজন আটক | Daily Chandni Bazar বগুড়ায় হরিজন কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদক উদ্ধার, দুইজন আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৭
বগুড়ায় হরিজন কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদক উদ্ধার, দুইজন আটক
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় হরিজন কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল মাদক উদ্ধার, দুইজন আটক

বগুড়া সদর উপজেলার চক সূত্রাপুর হরিজন কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর। উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এবং বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

অভিযান চলাকালে উদ্ধার করা হয় ১৬৬ বোতল কেরু মদ, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, নয়টি ওজন মাপার মেশিন, নগদ ৩০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ চোলাই মদ।

পুলিশ জানিয়েছে, আটককৃত দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, হরিজন কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কার্যক্রম চলে আসছিল। নিয়মিত অভিযানের পরও এভাবে বিপুল পরিমাণ মাদক জব্দ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।