কুয়াকাটায় আইনজীবিকে পিটিয়ে ও কুপিয়ে জখম | Daily Chandni Bazar কুয়াকাটায় আইনজীবিকে পিটিয়ে ও কুপিয়ে জখম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৪১
কুয়াকাটায় আইনজীবিকে পিটিয়ে ও কুপিয়ে জখম
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

কুয়াকাটায় আইনজীবিকে পিটিয়ে ও কুপিয়ে জখম

পটুয়াখালীর মহিপুর থানার  কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে। এতে আনোয়ারের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়।
 
 স্থানীয়রা তাৎক্ষণিক আইনজীবী আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। 
 
আহত আনোয়ার হোসাইন বলেন, মহিপুর থানার  ধুলাস্বরের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। এঘটনায় প্রায় একমাস আগে আনোয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে কুয়াকাটায় সালিশ মিমাংসার কথা ছিলো। কিন্তু আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্ব ১০ থেকে ১৫ জন তার উপর অতর্কিত হামলা চালায়।
 
এ সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া উপজেলা আইনজীবী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেন।
 
এ বিষয়ে  মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।  লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।