ট্রিপল হ্যাটট্রিক করে অনন্যার ১০ গোল, খাগড়াছড়ির জালে রংপুরের ১১ গোল | Daily Chandni Bazar ট্রিপল হ্যাটট্রিক করে অনন্যার ১০ গোল, খাগড়াছড়ির জালে রংপুরের ১১ গোল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩০
ট্রিপল হ্যাটট্রিক করে অনন্যার ১০ গোল, খাগড়াছড়ির জালে রংপুরের ১১ গোল
জেএফএ অনূর্ধ্ব–১৪ নারী ফুটবলে জয় ময়মনসিংহ ও রংপুরের
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

ট্রিপল হ্যাটট্রিক করে অনন্যার ১০ গোল, খাগড়াছড়ির জালে রংপুরের ১১ গোল

জেএফএ অনূর্ধ্ব–১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় ময়মনসিংহ জেলা বালিকা ফুটবল দল ২–১ গোলে স্বাগতিক রাজশাহীকে পরাজিত করে।

ময়মনসিংহের পক্ষে একাই দুই গোল করেন মনি। রাজশাহীর হয়ে একটি গোল শোধ করেন নিলা।

দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর জেলা বালিকা ফুটবল দল খাগড়াছড়িকে একতরফা লড়াইয়ে ১১–০ গোলের বিশাল ব্যবধানে হারায়। রংপুরের অনন্যা ট্রিপল হ্যাটট্রিকসহ একাই করেন ১০ গোল। বাকি গোলটি করেন সোমা।

ম্যাচের শুরু থেকেই রংপুর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। নিয়মিত ব্যবধানে গোল করে তারা শেষ পর্যন্ত ১১ গোলেই থামে। অন্যদিকে খাগড়াছড়ি পুরো ম্যাচে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

দলের এ সাফল্যে খেলোয়াড়দের পাশাপাশি উচ্ছ্বসিত কোচ মিলন মিঞাও।