
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), বগুড়া জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের লক্ষ্যে এক সভা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে বগুড়া পৌর পার্ক চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সহ-সভাপতি বুদা রবিদাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অনিল রবিদাস। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সুজন রাজভর।
সভায় বক্তব্য রাখেন বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র রবিদাস, বিডিইআরএম শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত দাস (ঋষি), আদমদীঘি উপজেলা শাখার নেতা ভুট্টু রবিদাস, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুবাস রবিদাস, সাধারণ সম্পাদক স্বপন রবিদাসসহ স্থানীয় নারী নেত্রী মাধবী রানী, নয়নতারা রানী দাস, ফুলো রানী, জোসনা রানী, আরতী রানী, মিনা রানী ও লিলি রানী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিপন কুমার রবিদাস বলেন,
“বিডিইআরএম সারাদেশের ৬১ জেলা ও ৪৩ উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় সদ্য পুনর্গঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
বিশেষ অতিথি অনিল রবিদাস বলেন,
“দেশের বিপুল সংখ্যক পিছিয়ে পড়া মানুষকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। তাই উন্নয়নের প্রতিটি স্তরে দলিত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
সভা শেষে সর্বসম্মতিক্রমে শিপন কুমার রবিদাসকে সভাপতি, সুজন রাজভরকে সাধারণ সম্পাদক এবং বিজয় চন্দ্র রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট বিডিইআরএম বগুড়া জেলা কমিটি ঘোষণা করা হয়।