
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০১
আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলায় ডোবার পানিতে পড়ে আহাদ আলী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আহাদ আলী নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল আহাদ। এসময় পরিবারের সবার অজান্তে পাশের ডোবার পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ডোবায় ভাসমান অবস্থায় আহাদকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।