গাবতলীতে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত | Daily Chandni Bazar গাবতলীতে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০৯
গাবতলীতে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তিঃ

গাবতলীতে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শুক্রবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা আজাদ মঞ্জিলে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে চাউল ও নগদ অর্থ সহ মিষ্টি বিতরণ করেন পরিবারের সদস্য বৃন্দ। ছবি- বিজ্ঞপ্তির

দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে ১৯শে সেপ্টেম্বর শুক্রবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা আজাদ মঞ্জিলে মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিকালে আজাদ মঞ্জিলে দুঃস্থ ও অসহায়দের মাঝে চাউল এবং নগদঅর্থ সহ মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য জোবেদা খাতুন, অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, ড. তাজমেরী এস.এ ইসলাম, পরিবারের সদস্য সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, মতিয়ার রহমান মাষ্টার প্রমূখ।
এরপূর্বে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের রুহের মাগফিরাত কামনায় কোনআন খানি ও কবর জিয়ারতে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দয়ারামপুর সিরাজুল হক দাখিলী মাদ্রাসা ও কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৫৩ সালে বগুড়া জেলা বোর্ড সদস্য, ১৯৬৫ সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য, ১৯৪৮ সাল থেকে ২৫ বৎসর বালিয়াদিঘী ইউনিয়নের চেয়ারম্যান ও আজীবন বাংলাদেশ রেডক্রস সোসাইটির সদস্য ছিলেন। মরহুম সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তর কোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু'র পিতা ছিলেন।