জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে প্রতিবেশীর বাড়ির গোয়ালঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তাসনিয়া একই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সানরাইজ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তাসনিয়া। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার রাতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘরে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর অভিযুক্ত একরামুল পালিয়ে যান। তবে গ্রামবাসী ওই বাড়ির এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, শিশুটির লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত এবং অভিযান চলছে।