বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে “সাধারণ সম্পাদক একাদশ”। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা চরে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে সভাপতি একাদশকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে দলটি।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ–পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে তোলে। প্রথমার্ধে সাধারণ সম্পাদক একাদশের খেলোয়াড় ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ববিন এবং ক্রিড়া সম্পাদক ওয়াসিম রেজা ১টি করে গোল করেন। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে সভাপতি একাদশ একটি গোল শোধ করলেও শেষ বাঁশি বাজার আগেই ২-১ গোলের জয় নিশ্চিত করে সাধারণ সম্পাদক একাদশ। খেলা শেষে মাঠে উপস্থিত দর্শকদের করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক ফাইসাল হোসাইন সনি বলেন, “প্রায় এক যুগ পর মাঠে নেমে জয় পাওয়া সত্যিই অন্যরকম আনন্দের। তবে এই জয় আমার একার নয়, টিমের প্রতিটি খেলোয়াড়ের সম্মিলিত প্রচেষ্টার ফল। সাংবাদিকদের মাঝে বন্ধুত্ব, ঐক্য আর আনন্দ ছড়িয়ে দিতেই এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।”
অন্যদিকে সভাপতি একাদশের অধিনায়ক ও সংগঠনের সভাপতি মাজেদুর রহমান বলেন, “জয়–পরাজয় খেলার অংশ। আসল উদ্দেশ্য হলো সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা। খেলাধুলা আমাদের পেশাগত চাপ কমাতে সাহায্য করে এবং নতুন উদ্দীপনা যোগায়। ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন অব্যাহত থাকবে।”
সংগঠনের ক্রিড়া সম্পাদক ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক ওয়াসিম রেজা বলেন, “সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে ও পারস্পরিক সম্পর্ক জোরদার করতে নিয়মিতভাবে এমন প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।”