কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা | Daily Chandni Bazar কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০১:২৭
কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা
উপজেলা সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী :

কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা

পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
 শনিবার বেলা সাড়ে এগারোটায় ট্যাক্স এন্ড কোম্পানী 'ল' এ্যাসোসিয়েটস এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ট্যাক্স এন্ড কোম্পানী 'ল' এ্যাসোসিয়েটস এর সভাপতি তরুন কুমার বোস, আয়কর আইনজীবি মনিরুজ্জামান, ব্যাংকার ও আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান ও কামাল উদ্দিন।
 
সভায় বক্তারা আয়কর প্রদানের ক্ষেত্রে আয়কর দাতাদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।  পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের আয়করের আওতায় আসার অনুরোধ জানান।