জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প | Daily Chandni Bazar জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৩০
জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরাট

জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

জয়পুরহাটের আক্কেলপুরে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন  এর উদ্যোগে  বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার  দিনব্যাপী আক্কেলপুর  উপজেলার রায়কালী  সরকারি  উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
 
অন্ধেরী হিলফী বন জার্মানী সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
 
চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই রায়কালী  সরকারি  উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় পাঁচ শতাধিক   রোগী রেজিস্ট্রেশন করেন।
 
এসময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ।
 
 
এসময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, রোগীদের চিকিৎসা সেবায় ৪  জন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে  ওষুধ দেওয়া হয়েছে। ছানিপড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।