চকসূত্রাপুর পশ্চিমপাড়ায় পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar চকসূত্রাপুর পশ্চিমপাড়ায় পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৪৫
চকসূত্রাপুর পশ্চিমপাড়ায় পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক

চকসূত্রাপুর পশ্চিমপাড়ায় পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া শহরের চকসূত্রাপুর পশ্চিমপাড়ায় পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের জায়গায় জোরপূর্বক ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা মোঃ সাখাওয়াত হোসেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, তাঁর প্রতিবেশি মৃত লোকমান শেখের পুত্র মিঠুন শেখ পৌর পরিকল্পনা বহির্ভূতভাবে বাউন্ডারি ওয়াল ভেঙে রাস্তার জায়গার মধ্যে অবৈধভাবে ভবন নির্মাণ শুরু করেছেন। বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানালেও কোনো ফল হয়নি।

তিনি জানান, এ বিষয়ে গত ৬ সেপ্টেম্বর তিনি ৪নং ওয়ার্ড অফিসে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে পৌরসভা ৭ সেপ্টেম্বর বিবাদীকে নোটিশ দিয়ে কাজ বন্ধের নির্দেশ দেয় এবং ১৬ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে। শুনানির পরও পৌরসভা থেকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিঠুন শেখ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, কাজের প্রতিবাদ জানালে মিঠুনসহ তার সহযোগীরা তাকে এবং তার পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছেন। তারা সংখ্যালঘু হওয়ার বিষয়টি উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও দাবি করেন তিনি। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানান।