‘জ্ঞানের আলোয় ছুটবো, ফুলের মতো ফুটবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল আমিন মহলদারের সভাপতিত্বে ও শিক্ষক মাসুদ পারভেজ পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী যুগ্ম পরিচালক ডঃ আব্দুল মজিদ। আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক কর্মকর্তা আলী আজগর বেলাল, এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল রউফ, উপদেষ্টা উপাধ্যক্ষ আজিজুর রহমান,উপদেষ্টা সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক রবিউল ইসলাম,শিক্ষক এনামুল হক, শিক্ষক পরিমল চন্দ্র দাস, শিক্ষক মুরাদ হোসেন সেতু,ফাহিম মহলদার প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিযে়শনের পরিচালক রেজওয়ান আলী , সদস্য সচিব অজিত কুমার,শিক্ষার্থী আতিয়া তাসনিম, আব্দুল্লাহ আল ফারদিন, আম্বিয়ারা আঁখি প্রমুখ।২০২৪ সালে ১১৪৮ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে। এদিন ৪টি গ্রেডে মেধা তালিকায় ট্যালেন্টপুলে ৪৭জন, জেনারেলের ৭১জন, প্রাতিষ্ঠানিক ৯১জন ও শুভেচ্ছা ১৩৯ জন মোট ৩৪৮ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি, সনদ ও ক্রেস্ট উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ।