বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে প্রায় ২ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ২ | Daily Chandni Bazar বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে প্রায় ২ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৪০
বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে প্রায় ২ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ২
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে প্রায় ২ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ২

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইল গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি (সংশোধিত) টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার করেছে র‌্যাব-১২। এসময় পাচারচক্রের দুই সদস্যকে আটক করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১২। আটক ব্যক্তিরা হলেন—শেরপুর উপজেলার আমইনগ্রামের রুবেল (৫০) এবং শেরুয়া গ্রামের আলমিন (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে কুসুম্বি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯০ কেজি ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কষ্টিপাথরটি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করেছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।