বগুড়ায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar বগুড়ায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১৪
বগুড়ায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
সংসদীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর দাবি
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

সংসদীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতি চালুর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পি.আর পদ্ধতি চালু হলে কোনো ভোটই নষ্ট হবে না এবং জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে। তিনি দাবি করেন, প্রচলিত ব্যবস্থায় যে দল মাত্র ৫১ শতাংশ ভোট পায়, তারা ক্ষমতায় বসে; অথচ ৪৯ শতাংশ ভোটের কোনো মূল্যায়ন হয় না। কিন্তু পি.আর পদ্ধতিতে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টন করা হয়, ফলে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, এ ব্যবস্থায় কালো টাকা, পেশিশক্তি, কারচুপি ও মনোনয়ন বাণিজ্যের সুযোগ থাকবে না। পাশাপাশি যোগ্য ও মেধাবীরা সংসদে প্রবেশ করতে পারবেন। বিশ্বের প্রায় ১০০টি দেশে ইতোমধ্যেই পি.আর পদ্ধতি চালু রয়েছে।

রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আ.ন.ম মামুনুর রশীদ বলেন, নির্বাচনের আগে আইনের সংস্কার জরুরি। তা না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না এবং শান্তি ফিরে আসবে না। তিনি অভিযোগ করে বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা খারিজ হয়ে যায়, কিন্তু খালেদা জিয়ার মামলাগুলো চলমান থাকে। এতে বিচার ব্যবস্থার বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে।

এ সময় তিনি জুলাই বিপ্লব ব্যর্থ না করার আহ্বান জানিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় বগুড়ার শহীদ খোকন পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। সভায় সভাপতিত্ব করবেন জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদ।

সংবাদ সম্মেলনে জেলা সহ-সভাপতি প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্ন, জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শষিক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।