রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় হামলা, ভাঙচুর ও তালাবদ্ধের অভিযোগ | Daily Chandni Bazar রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় হামলা, ভাঙচুর ও তালাবদ্ধের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০২:০৮
রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় হামলা, ভাঙচুর ও তালাবদ্ধের অভিযোগ
উপজেলা সংবাদদাতা, রাণীনগর, নওগাঁ

রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় হামলা, ভাঙচুর ও তালাবদ্ধের অভিযোগ

নওগাঁর রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় এক পরিবারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে, দুটি বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও পানির লাইন বন্ধ করে দেয়।

রোববার রাতে উপজেলার রঞ্জনিয়া গ্রামের রশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করার পর রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের ৯ ঘণ্টা পর মুক্তি দেয়।

বাদী রশিদুলের ভাই নিকিদুল ইসলাম জানান, দীর্ঘদিনের পারিবারিক মনোমানিল্য এবং গত ৭ সেপ্টেম্বর বাবার মৃত্যুর পর ধারণা-ভিত্তিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাড়িতে হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, “রোববার সন্ধ্যায় সালিশে হাজির না হওয়ায় ইউনুস আলী, ফিরোজ হোসেন ও আতোয়ার হোসেনসহ গ্রামের লোকজন বাড়িতে হামলা চালায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং মেইন গেটে তালাবদ্ধ করে রাখে। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ রাত ১টার দিকে পরিস্থিতি শান্ত করে।”

বাদী লিখিত অভিযোগে জানান, ঘটনার সময় তিনি বাড়ি থেকে বের হয়ে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। সোমবার দুপুরে থানায় অভিযোগ করার পর পুলিশ পরিবারের লোকজনকে মুক্ত করে।

অন্যপক্ষের বক্তব্যে গ্রামের মাতাব্বর ইউনুস আলী ও আতোয়ার হোসেন জানান, “রশিদুলের পরিবারের লোকজন সালিশে হাজির না হওয়ায় তারা মিথ্যা অভিযোগ করছে। আমরা কেউ তাদের বাড়িতে তালাবদ্ধ বা হামলা করিনি। ঘটনার সময় স্থানীয়দের সঙ্গে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।”

এ ঘটনায় রাণীনগর থানার তদন্ত কর্মকর্তা এসআই জুলফিকার আলী বলেন, “দু’পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করা হবে এবং প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”