শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা | Daily Chandni Bazar শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:১৪
শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
বগুড়া শেরপুর সংবাদদাতা

শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলে ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন।

এর আগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির পর ইউনিয়নের নাগরিক সেবা কার্যক্রম এক সপ্তাহের বেশি সময় বন্ধ ছিল।

নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ইউনিয়নের কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে। নাগরিকত্ব সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা এখন চালু হয়েছে। এতে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ মানুষ।

প্রায় ১৪ দশমিক ৭০ বর্গকিলোমিটার আয়তনের শাহবন্দেগী ইউনিয়নে রয়েছে ২৭টি গ্রাম ও ৩৩ হাজারের বেশি ভোটার। স্থানীয়দের আশা, প্রশাসকের নেতৃত্বে শুধু নাগরিক সেবাই নয়, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলোও গতি পাবে।