বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলে ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন।
এর আগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির পর ইউনিয়নের নাগরিক সেবা কার্যক্রম এক সপ্তাহের বেশি সময় বন্ধ ছিল।
নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ইউনিয়নের কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে। নাগরিকত্ব সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা এখন চালু হয়েছে। এতে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ মানুষ।
প্রায় ১৪ দশমিক ৭০ বর্গকিলোমিটার আয়তনের শাহবন্দেগী ইউনিয়নে রয়েছে ২৭টি গ্রাম ও ৩৩ হাজারের বেশি ভোটার। স্থানীয়দের আশা, প্রশাসকের নেতৃত্বে শুধু নাগরিক সেবাই নয়, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলোও গতি পাবে।