রংপুরের কাউনিয়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। উপজেলার সাহাবাজ গ্রামের রেহেনা আক্তার (বাদী) তার ভাতিজীকে অপহরণের ঘটনায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন— কুমিল্লার বুড়িচং উপজেলার কন্টনগর গ্রামের উজ্জ্বল হোসেন (২৫), তার বন্ধু হেলাল উদ্দিন (২৫) এবং আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি।
বাদীর অভিযোগ, কুমিল্লায় স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত তার ভাতিজী। আসামি উজ্জ্বল তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। সাড়া না পেয়ে ভয়ভীতি প্রদর্শন করায় কিশোরীর বাবা পড়াশোনার জন্য গত ১০ সেপ্টেম্বর তাকে কাউনিয়ায় পাঠান।
এরপরও গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফুফুর বাড়ির সামনে থেকে ধারালো অস্ত্রের মুখে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে কিশোরীকে অপহরণ করা হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় প্রথমে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করা হলেও পরে আদালতে অপহরণ মামলা (নং সিআর-৩০/২৫) দায়ের করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, জিডি মূলে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশে মামলার তদন্ত ও অপহৃত কিশোরী উদ্ধারের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়েছে।