পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ বলেছেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু দক্ষ ডাক্তার নয়, দক্ষ নার্সদের ভূমিকা অনস্বীকার্য। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি ট্রেনিং ও গবেষণার প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার ঠেঙ্গামারায় টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব মন্তব্য করেন। এ উপলক্ষে টিএমএসএস মেডিকেল কলেজের ডা. একেএম মাসুদুর রহমান হলে আয়োজিত মতবিনিময় সভায় ডা. আশরাফী বলেন, টিএমএসএস মেডিকেল কলেজ ও নার্সিং ইন্সটিটিউট দক্ষ শিক্ষক টিমের মাধ্যমে মানসম্মত চিকিৎসা শিক্ষা প্রদান করছে। ভালো চিকিৎসক তৈরির মাধ্যমে জনগণ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মীর সাজেদুর রহমান, পরিচালক (আইইএম) মোঃ তসলিম উদ্দিন খান, রাজশাহী বিভাগের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন এবং বগুড়া উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়া টিএমএসএসের উপদেষ্টা, বিশেষজ্ঞ ডাক্তার ও কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।