সিরাজগঞ্জে আনন্দধারা নৃত্যকলা একাডেমির দুই দিনব্যাপী নৃত্য উৎসব শুরু | Daily Chandni Bazar সিরাজগঞ্জে আনন্দধারা নৃত্যকলা একাডেমির দুই দিনব্যাপী নৃত্য উৎসব শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৪৪
সিরাজগঞ্জে আনন্দধারা নৃত্যকলা একাডেমির দুই দিনব্যাপী নৃত্য উৎসব শুরু
খবর বিজ্ঞপ্তিঃ

সিরাজগঞ্জে আনন্দধারা নৃত্যকলা একাডেমির দুই দিনব্যাপী নৃত্য উৎসব শুরু

আনন্দধারা নৃত্যকলা একাডেমি সিরাজগঞ্জের আয়োজনে ২২ ও ২৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী নৃত্য উৎসব শুরু হয়েছে। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম দিনে বরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা উপস্থিত থেকে সম্মানিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় বগুড়ার সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন’ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক, নৃত্যশিল্পী ও পরিচালক মো. মাহাবুব হাসান সোহাগকে নৃত্যকলায় সংবর্ধনা প্রদান করা হয়। মাহাবুব হাসান গোষ্ঠীর নৃত্য ও গীতি-নৃত্যনাট্য পরিচালনা, পরিকল্পনা ও নির্দেশনার দায়িত্বে দীর্ঘদিন সক্রিয়।

সংবর্ধনা অনুষ্ঠানের পর তার নির্দেশনায় গোষ্ঠীর শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।