নন্দীগ্রামে পত্রিকা এজেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ | Daily Chandni Bazar নন্দীগ্রামে পত্রিকা এজেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৫১
নন্দীগ্রামে পত্রিকা এজেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

নন্দীগ্রামে পত্রিকা এজেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে পত্রিকা এজেন্ট শফিকুল ইসলাম শফিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক অনিবন্ধিত সমিতির মালিক আব্দুর রহিমের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শফিক নন্দীগ্রাম থানায় অভিযোগ দেন।

অভিযোগে শফিক জানান, তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে নন্দীগ্রামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা বিক্রি করে আসছেন। ভবিষ্যতের নিরাপত্তা ও সঞ্চিত টাকা ফেরতের জন্য তিনি সমিতির কাছে ১,৮০,০০০ টাকা দাবি করলে সমিতির সভাপতি আব্দুর রহিম টাকা ফেরত না দিয়ে এক বছর ধরে ভিন্ন ভিন্ন তৎপরতা চালাচ্ছেন। মঙ্গলবার সকালে নন্দীগ্রাম হাটে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিম শফিককে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয়।

নন্দীগ্রাম থানার ডিউটি কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছে, তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।