প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৫৪
জয়পুরহাটে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা: বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ
বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়ার মতো উপস্থিত থাকবে এবং কোনো দুষ্কৃতকারী বা চক্রান্তকারীরা তাদের ক্ষতি করতে পারবে না। তিনি মঙ্গলবার বিকেলে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
চন্দন আরও বলেন, দুর্গাপূজার সময়ে বিএনপির দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে সরাসরি নজর রাখবে এবং সম্প্রদায়ের মানুষদের সহযোগিতা করবে, যাতে উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।
সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ঋষিকেশ সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট স্বপন তালুকদার সহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।