বগুড়া: ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার ৭টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত জনসভায় এ প্রার্থীদের নাম ঘোষণা করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
ঘোষিত প্রার্থীরা হলো—
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): এবিএম মোস্তফা কামাল পাশা
বগুড়া-২ (শিবগঞ্জ): এড. মুফতি জামাল পাশা
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি): অধ্যাপক শাজাহান তালুকদার
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): অধ্যাপক ইদ্রিস আলী
বগুড়া-৫ (শেরপুর-ধুনট): অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু
বগুড়া-৬ (সদর): আ ন ম মামুনুর রশিদ
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর): অধ্যাপক শফিকুল ইসলাম শফিক
প্রধান অতিথি জনসভায় বলেন, “৭২ সালের সংবিধান ভারতের সংবিধানের অনুকরণে তৈরি। দেশের ক্ষমতায় বিভিন্ন দল থাকলেও জনগণের আশা প্রতিফলিত হয়নি। ইসলামকে ক্ষমতায় আনলে জনগণের কল্যাণ নিশ্চিত হবে।”
এ সময় জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আ ন ম মামুনুর রশীদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।