বগুড়ায় শিক্ষার্থীদের জন্য দুর্নীতি প্রতিরোধ প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় শিক্ষার্থীদের জন্য দুর্নীতি প্রতিরোধ প্রতিযোগিতা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৪
বগুড়ায় শিক্ষার্থীদের জন্য দুর্নীতি প্রতিরোধ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় শিক্ষার্থীদের জন্য দুর্নীতি প্রতিরোধ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া জেলা কার্যালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ ও জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মাহফুজ ইকবাল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে বিয়াম মডেল স্কুল ও কলেজ, রানার্সআপ হয়। বিপক্ষ দল আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী চেতনায় গড়ে তোলার গুরুত্ব ও নৈতিক মূল্যবোধের ওপর তাদের চিন্তাভাবনা উপস্থাপন করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয় এবং দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজন্মের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়।