প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৩
কামারখন্দে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খবর বিজ্ঞপ্তিঃ
সিরাজগঞ্জ: র্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ থানার ভারাঙ্গা এলাকায় কড্ডা-জামতৈল সড়কে অভিযান চালিয়ে আব্দুর রহিম ওরফে সুইট (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেট ছাড়াও তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আটককৃতের বিরুদ্ধে কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।