সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে বাবা-ছেলে আটক | Daily Chandni Bazar সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে বাবা-ছেলে আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৭
সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে বাবা-ছেলে আটক
বিশেষ সংবাদদাতা, গাইবান্ধা থেকে ঃ

সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে বাবা-ছেলে আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভুয়া ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর সকালে সাঘাটা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন তামিমের নেতৃত্বে সোমবার সন্ধ্যা থেকে টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৪ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, এক হাজার ২০০ পিস ‘নাইম মুলিড বাবা’ নামে নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি ফিচার ফোন ও নগদ ৩ হাজার ৩৫১ টাকা উদ্ধার করা হয়।

সাঘাটা সেনা ক্যাম্পের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরে আটককৃতদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা রুজু করে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।