বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী গ্রামের মোছাঃ নূর নাহার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেছেন, তার ভাই পুলিশ কনস্টেবল আবিদুর রহমান পারভেজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকসহ অনলাইনে “বরখাস্তকৃত হত্যাকারী পুলিশের দাপটে অসহায় এক পরিবারের বিনীত আকুতি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে তাদের পরিবারকে হেয় করার জন্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।
তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনকারী সৈয়দ হাসান সবুজ বগুড়া সদর উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী। তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জীবন নাহার হত্যা মামলায় অভিযোগকারীর ভাই রাজু আহমেদ বর্তমানে জেলহাজতে রয়েছেন। তাদের রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্যই আমার ভাইকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
নূর নাহার অভিযোগ করে বলেন, ২০১৪ সালে একই পরিবারের পক্ষ থেকে তার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানির পর আদালত মামলাটি খারিজ করে দেন। এছাড়া ২০২৪ সালে অপহরণের অভিযোগ দিলেও তদন্তে তা ভিত্তিহীন প্রমাণিত হয়।
তিনি আরও জানান, আবু বক্কর সিদ্দিক রাজু আহমেদ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়। এখন তারা বারবার মিথ্যা সংবাদ ও বক্তব্য দিয়ে প্রশাসন ও সাংবাদিকদের বিভ্রান্ত করছেন।
সংবাদ সম্মেলনে নূর নাহার প্রশাসনের নিকট এ ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।