সড়ক দুর্ঘটনা কমাতে ড্রাইভিং স্কুল সম্পৃক্তকরণের দাবীতে স্বারকলিপি | Daily Chandni Bazar সড়ক দুর্ঘটনা কমাতে ড্রাইভিং স্কুল সম্পৃক্তকরণের দাবীতে স্বারকলিপি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৪২
সড়ক দুর্ঘটনা কমাতে ড্রাইভিং স্কুল সম্পৃক্তকরণের দাবীতে স্বারকলিপি
নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা কমাতে ড্রাইভিং স্কুল সম্পৃক্তকরণের দাবীতে স্বারকলিপি

সড়ক দুর্ঘটনা কমাতে ড্রাইভিং লাইসেন্স প্রদানের আগে চালকদের জন্য ৬০ ঘন্টার ইনক্লুসিভ ট্রেনিং কার্যক্রমে বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলসমূহকে সম্পৃক্ত রাখার দাবীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নিকট স্বারকলিপি প্রদান করেছে ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতি।

বুধবার সমিতির আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই স্বারকলিপি প্রদান করেন। এতে উল্লেখ করা হয়, সারাদেশে ছড়িয়ে থাকা ১৩৫টি বেসরকারি বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং স্কুল দীর্ঘদিন ধরে দক্ষ চালক তৈরিতে কাজ করছে। সরকারি সহযোগিতা পেলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবছর অন্তত ১০ হাজার মানসম্মত ও নিরাপদ চালক তৈরি করা সম্ভব।

স্বারকলিপিতে আরও বলা হয়, বর্তমানে শুধুমাত্র ব্র্যাক ও বিআরটিসিকে এই কার্যক্রমে সম্পৃক্ত করার আলোচনা চলছে। অথচ ব্র্যাক ও বিআরটিসির সীমিত অবকাঠামো থাকলেও সারাদেশে নিবন্ধিত বেসরকারি ড্রাইভিং স্কুলগুলোর অভিজ্ঞতা ও অবকাঠামো ব্যবহার করা হলে সরকারের ব্যয় সাশ্রয় হবে এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।