শেরপুরে মাছ চাষিদের জন্য আধুনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily Chandni Bazar শেরপুরে মাছ চাষিদের জন্য আধুনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৪৩
শেরপুরে মাছ চাষিদের জন্য আধুনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

শেরপুরে মাছ চাষিদের জন্য আধুনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হলো মাছ চাষিদের আধুনিকায়নের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) রাজস্ব ও উদ্বৃত্ত খাতের আওতায় এ আয়োজনটি হয় বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান ও মৎস্য বীজ উৎপাদন কর্মকর্তা রেজওয়ান চৌধুরী এবং বিভিন্ন ইউনিয়নের  মৎস্যচাষিরা  ।

কর্মশালায় বলা হয়, মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষিত ও দক্ষ সম্প্রসারণ কর্মীরা মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেবেন। উন্নত প্রযুক্তি হস্তান্তর, লাগসই সম্প্রসারণ সেবা, প্রদর্শনী খামার পরিচালনা এবং চাষিদের হাতে-কলমে প্রশিক্ষণ সব মিলিয়ে এই উদ্যোগ মাছ চাষে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

জাতীয় অর্থনীতিতে মৎস্য সেক্টরের অবদানও প্রশংসনীয়। মোট রপ্তানি আয়ের ১.২৪ শতাংশ আসে মৎস্য উপখাত থেকে। আর জিডিপিতে এর প্রবৃদ্ধি ৫.৭৪ শতাংশ যা দেশের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবস্থানকে আরও সুদৃঢ় করে তুলেছে।