পাঁচ দফা দাবিতে পত্নীতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily Chandni Bazar পাঁচ দফা দাবিতে পত্নীতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২৭
পাঁচ দফা দাবিতে পত্নীতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
উপজেলা সংবাদদাতা, পত্নীতলা, নওগাঁঃ

পাঁচ দফা দাবিতে পত্নীতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে  পি আর পদ্ধতি চালু করা সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ আন্দোলনের ৫ দফা দাবি আদায়ের লক্ষে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার ( ২৬সেপ্টেম্বর ) জামায়াতে ইসলামী পত্নীতলা ও নজিপুর পৌরসভার আয়োজনে  বিকেল সাড়ে ৪ টায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর হতে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নজিপুর গোলচত্বরে এসে  বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মুকিম এর সভাপতিত্বে , প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নওগাঁ ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, সেক্রেটারী হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারী আখতার ফারুক, পৌর আমির মোফাচ্ছেল হক, সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ প্রমূখ।