রংপুরে লিও লিডারসিপ ট্রেনিং অনুষ্ঠিত | Daily Chandni Bazar রংপুরে লিও লিডারসিপ ট্রেনিং অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:১২
রংপুরে লিও লিডারসিপ ট্রেনিং অনুষ্ঠিত
জালাল উদ্দিন, রংপুর

রংপুরে লিও লিডারসিপ ট্রেনিং অনুষ্ঠিত

 লিও ডিষ্ট্রিক ৩১৫, এ২ বাংলাদেশ  জোন ৬ এর আয়োজনে লায়ন্স ক্লাব অফ রংপুরের ৫টি  ক্লাব নিয়ে  ”সেমিনার এবাউটি লিওসিম এন্ড ফিলোসপি মিটপ উইথ ক্লাব” প্রোগ্রাম লিও লিডারসিপ ট্রেনিং এর উদ্বোধন করেন প্রধান অতিথি লায়ন্স ক্লাব অফ রংপুরের প্রেসিডেন্ট নাসরিন হক ববি। এ সময় উপস্থিত ছিলেন  লায়ন্স ক্লাব অফ রংপুরের ক্লাব পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল (এমজেএফ), ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন একেএম বানিউল আদম বাবু (এমজেএফ),  এলসিআইএফ কো অরডিনটর উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, লিও এ্যাডভাইজার লায়ন অনিন্দ্য আউয়াল, ক্লাব ডিরেক্টর লায়ন মোঃ শাহীন পারভেজ (এমজেএফ), পরিচালক লায়ন এ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন (এমজেএফ), সদস্য লায়ন ডাঃ ইফাত আরা জেরিন , জোন ডিরেক্টর লিও  জাহিদ হাসান।   সহ সকল লায়ন ও লিও সদস্যগন।