গঙ্গাচড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ, ৫ দফা দাবি পেশ | Daily Chandni Bazar গঙ্গাচড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ, ৫ দফা দাবি পেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:১৮
গঙ্গাচড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ, ৫ দফা দাবি পেশ
উপজেলা সংবাদদাতা, গঙ্গাচড়া, রংপুর

গঙ্গাচড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ, ৫ দফা দাবি পেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে গঙ্গাচড়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী রায়হান সিরাজী। তিনি বলেন,
“দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা জরুরি। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক সমতা নিশ্চিত করতে হবে। অতীতের অন্যায় ও অপরাধের বিচার না হলে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ভোটাধিকার রক্ষা না করলে রাষ্ট্র ব্যবস্থা সংকটে পড়বে।”

সমাবেশ শেষে নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা কেন্দ্রীয় ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো—
১. জুলাই সনদ বাস্তবায়ন
২. জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু
৩. রাজনৈতিক সমতা নিশ্চিতকরণ
৪. অতীতের অন্যায় ও অপরাধের বিচার
৫. জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী রাজপথে থাকবে।

সমাবেশে গঙ্গাচড়া উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।