বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫ ২৩:২৩
বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
র‍্যাবের হাতে স্কুটি, নগদ টাকা ও মোবাইল জব্দ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরে ৬৩ লিটারের বেশি দেশীয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।
শুক্রবার রাতে শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শহরের চক সূত্রাপুর হরিজন কলোনীর মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫)বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহামুদ (২৬)

 

র‍্যাবের অভিযান ও উদ্ধারকৃত মালামাল

র‍্যাব-১২ বগুড়া কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৬২ দশমিক ৭ লিটার দেশীয় মদ, একটি লাল-কালো রঙের হোন্ডা স্কুটি, একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং ১১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন,

“গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”