​বিয়ের আগের দিন হৃদরোগে কনের মৃত্যু, উৎসবের বাড়িতে নেমে এলো শোক | Daily Chandni Bazar ​বিয়ের আগের দিন হৃদরোগে কনের মৃত্যু, উৎসবের বাড়িতে নেমে এলো শোক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ ২৩:১৫
​বিয়ের আগের দিন হৃদরোগে কনের মৃত্যু, উৎসবের বাড়িতে নেমে এলো শোক
নিজস্ব প্রতিবেদক

​বিয়ের আগের দিন হৃদরোগে কনের মৃত্যু, উৎসবের বাড়িতে নেমে এলো শোক

আনন্দ আর উৎসবে মুখর ছিল পুরো বাড়ি। গায়ে হলুদের প্রস্তুতি, অতিথিদের আগমন আর আলোকসজ্জায় ঝলমল করছিল চারপাশ। কিন্তু সেই উৎসবের আমেজ এক মুহূর্তেই পরিণত হয় শোকে। বিয়ের আগের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কনে মৌমিতা খাতুন (২০)। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিচক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলাউদ্দিন। নিহত মৌমিতা বলরামপুর গ্রামের গাজিউর রহমানের মেয়ে। আগামী সোমবার ছিল তার বিয়ের নির্ধারিত তারিখ।

পরিবারের সদস্যরা জানান, শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিয়ের কেনাকাটা করতে পরিবারের সঙ্গে বগুড়া শহরে যান মৌমিতা। কেনাকাটা শেষে ফেরার পথে রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।

মৌমিতার আকস্মিক মৃত্যু সংবাদ মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দঘন পরিবেশে নেমে আসে গভীর শোক। উৎসবের আলোকসজ্জা ঘেরা বাড়িটি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে পড়ে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও পাড়া–প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।