কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান সিপিবির | Daily Chandni Bazar কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান সিপিবির | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫ ২৩:২৫
কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান সিপিবির
গণমানুষের সরকার গঠনে বাম-গণতান্ত্রিক শক্তির ঐক্যের ডাক
খবর বিজ্ঞপ্তিঃ

কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান সিপিবির

কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখে দিয়ে গণমানুষের ঐক্য ও সংগ্রামকে জোরদার করে বামপন্থী-গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

এই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি পালন করছে সংগঠনটি।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বগুড়ার উদীচী কার্যালয়ে সিপিবি বগুড়া জেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আলী শেখ

কর্মীসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবিদ হোসেন, সহ–সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, ও শাহনিয়াজ কবির খান পাপ্পু প্রমুখ।

সভা শেষে লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাতমাথা, চেলোপাড়া শাপলা চত্বর, কালিতলা হাট ও কলেজ বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন,

“বৈষম্যবিরোধী গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় দ্রুত বিচার ও সংস্কার কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।”

তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকা সম্পন্ন, তাদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখতে হবে, গ্রাম–শহরে গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে, এবং জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৈষম্য নিরসন করতে হবে।

একই সঙ্গে তাঁরা স্পষ্ট করে বলেন,

“দেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা কোনো বিদেশি সাম্রাজ্যবাদী বা আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে দেওয়া যাবে না।”