বগুড়ায় বৃদ্ধাকে হত্যা করে তিন লাখ টাকা ও তিন মোবাইল লুট | Daily Chandni Bazar বগুড়ায় বৃদ্ধাকে হত্যা করে তিন লাখ টাকা ও তিন মোবাইল লুট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫ ২৩:২১
বগুড়ায় বৃদ্ধাকে হত্যা করে তিন লাখ টাকা ও তিন মোবাইল লুট
উপজেলা সংবাদদাতা, দুপচাঁচিয়া, বগুড়াঃ

বগুড়ায় বৃদ্ধাকে হত্যা করে তিন লাখ টাকা ও তিন মোবাইল লুট

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার আগরওয়ালা (৬৭) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নেয়।

এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নিহত বিমলা পোদ্দার তালোড়া বাজারের ব্যবসায়ী হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গভীর রাতে তালোড়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

গ্রেপ্তাররা হলেন—জুয়েল হোসেন, ইমরান হোসেন, রাজু আহমেদ ও আসলাম। সবার বাড়ি তালোড়া বাজার এলাকায়।

পুলিশ ও নিহতের পরিবারের বরাতে জানা গেছে, গভীর রাতে চার-পাঁচজন দুর্বৃত্ত টিনের চাল কেটে হিমু পোদ্দারের বাড়িতে প্রবেশ করে। পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে তারা। পরে নগদ টাকা ও মোবাইল লুটের সময় বিমলা বাধা দিলে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

হিমু পোদ্দারসহ ভাইবোনেরা স্থানীয়ভাবে চাল ও ভুসির ব্যবসা করতেন এবং সবাই অবিবাহিত ছিলেন।