বিমানবন্দরে আগুন: উত্তরায় কঠোর নিরাপত্তা জোরদার | Daily Chandni Bazar বিমানবন্দরে আগুন: উত্তরায় কঠোর নিরাপত্তা জোরদার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫ ২৩:৩২
বিমানবন্দরে আগুন: উত্তরায় কঠোর নিরাপত্তা জোরদার
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

বিমানবন্দরে আগুন: উত্তরায় কঠোর নিরাপত্তা জোরদার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উত্তরা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য মাঠে রয়েছেন।

তিনি বলেন, “কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনও বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।”

ডিসি আরও জানান, উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।