
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর দল সরকার গঠন করতে পারলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেলথ কেয়ার’ নামে বিশেষ টিম গঠন করা হবে। পাশাপাশি পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের আওতায় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে দেশের সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, পরিবারে মায়েদের স্বনির্ভরতা বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।
দীর্ঘদিন পর পৈতৃক ভূমি বগুড়ার মানুষের সঙ্গে কথা বলতে পেরে আবেগাপ্লুত হয়ে বক্তব্য শুরু করেন বিএনপি নেতার এই সন্তান।
এর আগে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। গাবতলীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ শিবিরে হাজারো রোগীকে চিকিৎসাসেবা, ওষুধ ও ব্যবস্থাপত্র দেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
চিকিৎসাশিবিরটি পরিচালিত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সার্বিক তত্ত্বাবধানে।
বিকেলে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ডা. জুবাইদা রহমান বলেন, “জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতে দেশের প্রয়োজনে আরও বিস্তৃতভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও কার্যক্রম বাড়াবে।”
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।