রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ | Daily Chandni Bazar রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫ ০২:০৫
রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

রায়গঞ্জে  মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে  হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকায় চোর সন্দেহে পিটিয়ে ইকবাল হাসান ওরফে ইউসুফ [১৯] নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।
 
 অভিযোগ সূত্রে জানা যায়, গত [৩ অক্টোবর] রাতে ঘুড়কা সমবায় পাম্প এলাকায় বুদ্ধ মিয়া, আলাউদ্দিন ও আব্দুস সোবাহানসহ কয়েকজন ইকবালকে চোর সন্দেহে লোহার রড ও প্লাস দিয়ে বেধড়ক পিটিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
 
পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন ইকবাল ভুলবশত একটি গাড়িতে শুয়ে পড়লে স্থানীয়রা তাকে চোর ভেবে নির্যাতন করে। ঘটনার পর ধামাচাপা দিতে আসামিরা টাকার প্রলোভন দেয় বলেও অভিযোগ করেছে নিহতের পরিবার।
 
সলঙ্গা থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।