বগুড়ায় নাতির হাতে দাদা খুন | Daily Chandni Bazar বগুড়ায় নাতির হাতে দাদা খুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫ ০২:০৯
বগুড়ায় নাতির হাতে দাদা খুন
বিশেষ সংবাদদাতা, শেরপুর, বগুড়া থেকেঃ

বগুড়ায় নাতির হাতে দাদা খুন

মোঃ আশিক হোসেন রানা [৩০]। ছবি- সংবাদদাতা

বগুড়ার শেরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নাতির হাতে দাদা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাবান আলী (৭০)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে নাতি আশিক হোসেন রানা (৩০) ইউক্যালিপটাস গাছের ডাল দিয়ে দাদা সাবান আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর ঘাতক আশিক হোসেন রানা নিজেই শেরপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

খবর পেয়ে শেরপুর থানার তদন্ত পরিদর্শক মো. জয়নুল আবেদীন ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার এসআই সাইফ আহম্মেদ বলেন, “ঘাতককে আটক করা হয়েছে।”

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মইনুদ্দিন জানান, “ঘটনার বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”