সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত | Daily Chandni Bazar সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫ ০০:৩৭
সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
উপজেলা সংবাদদাতা, সিংড়া, নাটোরঃ

সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

নিহত মিঠুন আলী।

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ধারালো ছুরিকাঘাতে যুবক মিঠুন আলীর (৩২) মৃত্যু হয়েছে।
 
আজ সোমবার দুপুর ১টায় পৌর এলাকার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহত মিঠুন আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়আদিমপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পেট্রোবাংলা এলাকার মৃত নাসির উদ্দিনের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও মাহমুদুল ইসলাম নিক্সনের মধ্যে অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মিটাতে বড়ভাই মমিনুল ইসলাম নিশানের শ্যালক মিঠুন আলী দুপুরে তাদের বাড়ীতে যায়। এ সময় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। 
 
ওসি মো. মমিনুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাহমুদুল ইসলাম নিক্সন পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।